নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় শাশ্বত

নেতাজি সুভাষচন্দ্র বসুর  ভূমিকায় অভিনয় করছেন টলিউডের তারকা শাশ্বত চট্টোপাধ্যায়।  দেখা গেল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘স্বস্তিক সংকেত’ ছবির চরিত্রদের ফার্স্টলুক। ফার্স্টলুক দেখে মনে হচ্ছে, থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে ‘স্বস্তিক সংকেত’। তাতে অতীতের কিছু কাহিনিও উঠে আসবে।

সেখানে যেমন হিটলারের মতো ঐতিহাসিক চরিত্রে থাকছে, থাকছে বাংলার গর্বের নেতাজিও। এ চরিত্র শাশ্বতর ঝুলিতে আসে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুসন্ধান’ ছবির শুটিং করতে গিয়ে। অভিনেতা জানান, ‘অনুসন্ধান’-এর সঙ্গেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিং হচ্ছিল। তখনই তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

“এমন একজন বাঙালি যাঁকে গোটা ভারতবর্ষের মানুষ সালুট করেন। একটু তো টেনশন ছিলই। কিন্তু টেনশন করলে তো আর সবসময় চলে না!”, বলেন শাশ্বত। তাঁর কথায়, “আমাদের পক্ষে হয়তো সবসময় নেতাজি হয়ে ওঠা সম্ভব হয় না। অভিনয় দিয়ে, অ্যাটিটিউড দিয়ে যতটুকু করা যায়, ততটাই চেষ্টা করেছি।” ছোটবেলার স্মৃতি ছিলই, এর পাশাপাশি নেতাজির পুরনো ভিডিও দেখেছেন শাশ্বত। তা দেখেই কথা বলা, চলন, দাঁড়ানোর ভঙ্গি রপ্ত করার চেষ্টা করেছেন।

এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামি’ ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার শাশ্বতর পালা। অবশ্য ছবিতে অল্প সময়ের জন্যই তাকে এ চরিত্রে দেখা যাবে। এছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নুসরত জাহান, গৌরব চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শতাফ ফিগর।  ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + four =