নোবেলকে তালাকের নোটিস পাঠালেন স্ত্রী

আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলকে তালাকের নোটিস পাঠিয়েছেন তার স্ত্রী মেহেরুবা সালসাবিল মাহমুদ। মেহেরুবা সালসাবিল মাহমুদ বুধবার জানান, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় বিচ্ছেদের নোটিস পাঠান তিনি। তিনি আর নোবেলের সঙ্গে সংসার করতে চান না। বুধবার বিকালে নিজের ফেইসবুক পেইজে ‘ডিভোর্সড’ লিখে একটি পোস্ট করেন নোবেল, তাতেই বিষয়টি জানাজানি হয় । তবে বিষয়টি নিয়ে কথা বলতে নোবেলের ফোনে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

নোবেলের বিচ্ছেদের ঘোষণা নিয়ে জানতে চাইলে মেহেরুবা বলেন, “নোবেল ডিভোর্স পেপারে হয়ত সই করেছেন; সই করলে বিচ্ছেদ কার্যকর হয়ে যাওয়ার কথা। এর বাইরে তিন মাস পর আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ কার্যকর হবে।” ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন নোবেল।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + eleven =