‘নো টাইম টু ডাই’ মুক্তির প্রথম দিনে আয় ৫৮ কোটি টাকা

ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে যুক্তরাজ্যে। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা! করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার পিছিয়েছে ‘নো টাইম টু ডাই’ ছবির মুক্তি। ছবিটি বক্স অফিসের প্রাণ ফেরাবে, এমনটাই আশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

ইউনিভার্সাল পিকচার্সের তরফ থেকে জানানো হয়েছে, ‘নো টাইম টু ডাই’ ছবিটি ২০১৫ সালের ‘স্পেক্টর’ এর তুলনায় ১৩ শতাংশ বেশি ব্যবসা করলেও ২০১২ সালের ‘স্কাইফল’-এর তুলনায় ২৬ শতাংশ কম ব্যবসা করেছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘নো টাইম টু ডাই।’ এটিই যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ‘স্টার ওয়ার্স: রাইজ অব স্কাইওয়াকার’ মুক্তি পেয়েছিল ৭৪৭টি হলে।

জানা যায়, প্রথম দিনে সিনেমাটি দেখেছেন ৩০ হাজার দর্শক। প্রথম চারদিনের ১.৬ মিলিয়ন টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + four =