ন্যাশনাল ব্যাংকের বরিশাল আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের বরিশাল আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বরিশালের স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর বাসস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। দিনব্যাপী এ সম্মেলনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েনসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, খুলনা ও শরীয়তপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, খুলনা ও শরীয়তপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজারগণ এবং উপশাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

এ সময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধারে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি বিশেষভাবে শ্রেণিকৃত ঋণ আদায়, নতুন আমানত সংগ্রহ এবং গ্রাহক সেবার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান তার বক্তব্যে শাখাগুলোকে রেমিটেন্স গ্রাহকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সকল গ্রাহকের কাছে নতুন ও আকর্ষণীয় ডিপোজিট পণ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + 19 =