পত্রিকা বিক্রি করছে সাফা কবির, রহস্য কী?

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে সে। শীত কিংবা উষ্ণ, বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনো কিছুরই যেন তোয়াক্কা করে না সে। এমনই এক পত্রিকার হকারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাফা কবিরকে।

‘গরম খবর, তাজা খবর, ১০ টাকায় দেশ-বিদেশের হট নিউজ পড়ে ফেলুন এক্ষুনি’ এমনি ভাবেই ডেকে ডেকে পত্রিকা হকারি করতে দেখা যায় সাফাকে। বৃহস্পতিবার রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিংমলের পাশে প্রধান সড়কের আশপাশে ও ফুটওভার ব্রিজে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

প্রথমবার দেখেই বেশির ভাগ মানুষই চিনতে পারেননি যে, তিনি সাফা! শত শত মানুষের ভিড়ে পত্রিকা বিক্রি করছেন তিনি। বিশ্বাসই হওয়ার উপায় নেই যে, তিনি নাটকের অভিনেত্রী! ভিড় ঠেলে এ দিন দুপুরে তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্য-নির্মাতা অনন্য ইমন।

আহমেদ তাওকীরের চিত্রনাট্যে এই নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও এক দিন।

নাটকটির গল্পে দেখা যাবে, পত্রিকার পাতা খুললেই চারপাশে শুধু নেতিবাচক খবর উঠে আসে। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেয়া মানুষজনও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়। তারা দিন শেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে ‘খবরের ফেরিওয়ালাতে’।

নাটকটিতে আরও দেখা যাবে, ঘটনাক্রমে ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে বিভিন্ন ঘটনায় সখ্য গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। চারপাশের এমন বাস্তবচিত্র উঠে আসছে নাটকটিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 4 =