পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ‘আনন্দ কনসার্ট’

আগামীকাল ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে অনেক স্বপ্ন ও গৌরবের ‘পদ্মা সেতু’। ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এদিন (শনিবার) ঢাকার কেরানীগঞ্জে এক সাংস্কৃতির সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘আনন্দ কনসার্ট’। এতে অংশ নিবে এ প্রজন্মের একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী।

তাদের মধ্যে রয়েছে সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী নোবেল, প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতনু, পায়েল, নদী প্রমুখ।

স্থানীয় উপজেলা পরিষদ মাঠে এই কনসার্টের আয়োজন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =