পপাইয়ের নতুন গান

নিজের কথা ও সুরে ‘ভুল’ শিরোনামে গানের কণ্ঠ দিলেন পপাই। গানটির সংগীতায়োজন করেছেন নয়ন। তিনি জানান, বছরখানেক ধরেই গানটি করার পরিকল্পনা ছিল। মাঝে পপাই ঢাকায় এলে কাজে গতি পায়। শিগগিরই গানটি প্রকাশ করা হবে। গত ৯ মার্চ ঢাকায় প্রথমবারের মতো কোনো কনসার্টে গান করেন পপাই। ‘নেশার বোঝা’, অপার্থিব’, ‘ভাবালে’, ‘ভালোবাসা বাকি’র মতো আলোচিত গানেরই এই শিল্পী সপরিবার যুক্তরাষ্ট্রে বাস করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six − 1 =