পয়লা বৈশাখে ‘পাঁচফোড়ন’

প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। বৈশাখী মেলায় যারা পণ্য সরবরাহ করেন তাদের গল্প নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন। তাঁদের গল্পের ফাঁকে ফাঁকে পরিবেশিত হবে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্টিং।

নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন মীর সাব্বির, সারিকা সাবরিন, জামিল হোসেন, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, জাহিদ শিকদার প্রমুখ। এবারের পাঁচফোড়নে গান রয়েছে ৩টি। কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, রবি চৌধুরী ও পান্থ কানাই। ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচারিত হবে পাঁচফোড়ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 3 =