‘পরাণ’ দিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো নতুন সিনেমা হলের

বৃহস্পতিবার ৩০ আগস্ট প্রথম শো-তে জনপ্রিয় ‘পরাণ’ সিনেমা দেখানো হয়। আজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাণিজ্যিক সিনেমা প্রদর্শন। সেখানেও দুই সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য দেখানো হবে ‘পরাণ’। দীর্ঘ চার বছর পর রাজশাহী শহরে যাত্রা শুরু করলো ‘পদ্মা সিনেমা হল’। ‘পরাণ’ দিয়ে যাত্রা শুরু করল সিনেমা হলটি।

২০১০ সালের পর একে একে বন্ধ হতে থাকে রাজশাহীর সিনেমা হলগুলো। সর্বশেষ ‘উপহার’ সিনেমা হলটি বন্ধ হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। এরপরই রাজশাহীর দর্শকরা প্রেক্ষাগৃৃহে গিয়ে সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। সিনেমা হলের কাজ সম্পন্ন না হলেও বিকল্প ব্যবস্থায় গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের পদ্মা হলরুমে ‘পরাণ’ সিনেমা দেখানো শুরু হয়েছে।

এ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল জানান, দুটি সিনেপ্লেক্স একসঙ্গে আগামী বছরের শুরুতে উদ্বোধন করার কথা ছিল। তবে বিশেষ কয়েকজন মানুষের অনুরোধে একটি হল আগেই শুরু করলেন তিনি।

প্রথম দিন সিনেমার তিনটি শো হবে। আগাম টিকিটও বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে হলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সিনেমার প্রদর্শনী শুরুর খবরে চারদিকে বেশ সাড়া পাচ্ছি। অনেকে আগাম টিকিট সংগ্রহ করছেন, অনেকে খোঁজখবর নিতে ফোনও দিচ্ছেন। মনে হচ্ছে, ভালোই হবে। তা ছাড়া অনেক দিন পর রাজশাহী শহরের সিনেমাপ্রেমী দর্শকেরা সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন, এটাও একটা ভালো লাগা।’

‘পরাণ’ সিনেমার পরিবেশক জাহিদ হাসান বলেন, ‘রাজশাহী শহরে ‘পরাণ’ দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জেনেছি। গ্র্যান্ড রিভারভিউ হোটেলে মালিক ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহ দেখান। পরে মঙ্গলবার সেখানে গিয়ে তাঁদের হলটি দেখেছি। দেখলাম, একই ভবনের ওপরে আরও দুটি হলের নির্মাণকাজ চলছে। পরে সেখানে ছবিটি প্রদর্শনের জন্য তাদের সঙ্গে চুক্তি করে এসেছি।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − twelve =