পর্দা উঠলো ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুপ্রেরণাদায়ক পরিবেশে উল্যাব ক্যাম্পাস এ, ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে দুটি স্ক্রিনিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে এবারের উৎসবের জন্য নির্বাচিত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ১৪টি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং খ্যাতিমান পরিচালক সায়েদ আহমেদ শওকী।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সুমন রহমান চলচ্চিত্র নির্মাণের বিবর্তন সম্পর্কে বলেন, “একসময় তিন ঘণ্টার কম দৈর্ঘ্যের সিনেমার কথা কল্পনাও করা যেত না। কিন্তু ‘পথের পাঁচালী’ প্রমাণ করেছে যে চলচ্চিত্র সময়ের দৈর্ঘ্য নয়, বরং গল্প বলার শক্তিই আসল। গল্প বলার অনেক মাধ্যম আছে, মোবাইল চলচ্চিত্র নির্মাণ তারই একটি।”

ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন হক তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ফেস্টিভ্যালকে বাস্তবে রূপ দিতে আমার দল যে পরিশ্রম করেছে, তা সত্যিই অসাধারণ। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মাধ্যমে যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি প্রকাশ পেয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

অভিনেত্রী নুসরাত ফারিয়া তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজ সকালে যখন আমি এই ফেস্টিভ্যালে আসছিলাম, তখন মনে হচ্ছিল এটি বাংলার কান চলচ্চিত্র উৎসবের মতো! উভয় উৎসবই ব্যতিক্রমী প্রতিভাকে স্বীকৃতি দিয়ে চলচ্চিত্রের শিল্পমানকে উদযাপন করে।”

পরিচালক ও উল্যাবের প্রাক্তন শিক্ষার্থী সায়েদ আহমেদ শওকী তার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “উল্যাবের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই উৎসবের বিকাশ দেখে আমি সত্যিই আনন্দিত। আমার সাফল্যের পেছনে উল্যাবের বড় ভূমিকা থাকলেও, আমাদের সময়ে এমন প্রতিভা প্রদর্শনের সুযোগ ছিল না।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর উৎসবের প্রথম স্ক্রিনিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রশ্ন উত্তর পর্বে ‘আইস অন’ চলচ্চিত্রের পরিচালক নিয়ামতুল ইসলাম শান্ত বলেন, “এই উৎসবে আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই দেশে আরও এমন আয়োজন হোক, যা তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে।”

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর সমাপ্তি হবে ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। মোবাইল চলচ্চিত্র নির্মাণের সৃজনশীলতা ও উদ্ভাবনকে উদযাপন করতে এ অনুষ্ঠান হবে একটি উপযুক্ত সমাপ্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 7 =