পর্যটন নগরী আগ্নেস ওয়াটার: ১৭৭০ শহরে স্মরণীয় সময় কাটলো

গ্ল্যাডস্টোন সফরের দ্বিতীয় দিন আমাদের পরিকল্পনায় ছিল পাহাড়, বনরাজি পেরিয়ে প্রশান্ত মহাসাগর উপকূলে আগ্নেউস এলাকায় দিন কাটানো। ধারণা ছিল গ্লাডস্টোনের আশেপাশে আমের মৌসুমে অনেক আম মিলবে। গ্ল্যাডস্টোন শহর কেন্দ্র থেকে আগ্নেস ওয়াটার দেড় ঘন্টার ড্রাইভ। পথে রাস্তার পাশে অনেক আমের গাছে থোকা থোকা কাঁচা পাকা আম। কিছু আম কাউন্সিল এলাকায়। আম তুলতে বাধা নেই। শুভ্র, রোজী, সিম্পি সবাই অতি উৎসাহী। একইভাবে জোহের ফাতিমা মহাআনন্দে আমাদের সঙ্গে হাত  মেলালো। অল্প সময়ে ১০-১২ কেজি আম সংগ্রহ হয়ে গেলো। সড়ক পথের উভয় পাশে ছিল ডেইরি ফার্ম, ফলের বাগান।

আমরা রাত কাটিয়েছি গ্ল্যাডস্টোন সেন্টার প্লাজা এপার্টমেন্টে। সাগরমুখী এপার্টমেন্টে রুম থেকেই রাতে মনোরম আলোর ঝলকানিতে গ্ল্যাডস্টোন পোর্ট এলাকা ছিল দর্শনীয়। রাতের খাবার ছিল নানা পদের ভাজি, ভর্তা, আম ডাল। রাতে জোহের, ফাতিমার সঙ্গে আমরা লুডু খেলেছি।বিগব্যাশ টি২০ দেখেছি। নাতি নাতনি  দুইজন বাবা মায়ের সঙ্গে দাদা দাদিকে পেয়ে ছিল আনন্দ উচ্ছল।সকালে ছিল ব্রিসবেন থেকে রান্না করে আনা নানা পদের উপাদেয় খাবার। ১০ টা নাগাদ সবাই প্রস্তুত হয়ে রওয়ানা হলাম।

আগ্নেস ওয়াটার এলাকা ছবির মত সাজানো গজানো ঐতিহাসিক নগরী। ১৭৭০ শহর যুক্ত করেছে বাড়তি আকর্ষণ। দেখলাম অনেক পর্যটক ক্যাম্পিং করছে সাগর উপকূলে জেমস কুক মনুমেন্ট সন্নিহিত এলাকায়। পাহাড় চূড়ায় উঠে আমরা সাগরের মনোরম রূপ উপভোগ করলাম। জোহের, ফাতিমা অনেক দিন স্মরণে রাখবে আগ্নেস ওয়াটার নগর প্রান্ত সীমায় ক্যাপ্টেন কুক মনুমেন্ট এলাকায় সাগর দর্শন।

দুপুরে তৃপ্তি আর আনন্দ নিয়ে ফিরে আসলাম। আজ ২৯ ডিসেম্বর। আর মাত্র ২ দিন পরেই ২০২৫ স্মৃতির অন্তরালে হারিয়ে যাবে। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা নাতি-নাতনী, স্ত্রী, পুত্র-পুত্রবধূকে নিয়ে কিছু দর্শনীয় স্থান দেখার সুযোগ দেয়ার জন্য।

গ্ল্যাডস্টোন আগেও বেশ কয়েকবার এসেছি। বাংলাদেশের জ্বালানি বিদ্যুৎ সেক্টরের কারিগরি কর্মকর্তাদের সঙ্গে কোল পোর্ট, কোল বিদ্যুৎ প্লান্ট, এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছি। শহরের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেছি। এবারে নিতান্তই পারিবারিক সফর। তাই ঘুরে ফিরে প্রকৃতির কাছাকাছি থাকাই এবারের উপলক্ষ। বিশেষত রোজী এবারে সঙ্গী।

কাল পরশু দুই দিন থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ শেষ সূর্যাস্ত দেখবো গ্ল্যাডস্টোনে। ১ জানুয়ারী ২০২৬ নববর্ষে সড়ক পথে ইনশাআল্লাহ ফিরে যাবো লোগান সিটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + six =