পাওয়ার গ্রিডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার, সকাল ১০টায় পাওয়ার গ্রিডের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে হাইব্রিড প্লাটফর্মে (ফিজিক্যাল ও ডিজিটাল পদ্ধতির সমন্বয়ে) অনুষ্ঠিত হয়েছে।

এজিএম-এ কোম্পানির পরিচালকবৃন্দ, সম্মানিত শেয়ারহোল্ডারগণ, বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিবৃন্দসহ পাওয়ার গ্রিডের কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও অনলাইন প্লাটফর্মের মাধ্যমেও অনেক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় সংযুক্ত ছিলেন। সংশ্লিষ্টদের অংশগ্রহণে হাইব্রিড এজিএম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান। সভায় ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের উপর মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান। সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ।

সভায় জানানো হয়, বিগত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি শক্তিশালী পরিচালন কার্যক্রম বজায় রাখলেও উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে গৃহীত বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধের বাড়তি ব্যয় অর্থাৎ Foreign Exchange Loss জনিত কারণে কোম্পানির কর পরবর্তী ২১০.৬২ কোটি টাকা লোকসান হয়েছে। এছাড়াও অবন্টিত পুঞ্জিভূত মুনাফাও ঋণাত্মক ছিল। ফলে কোম্পানি আইন অনুযায়ী এবার কোনো লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি।

এজিএম-এ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ মূল্যবান মতামত ব্যক্ত করেন। কোম্পানিকে লাভজনক অবস্থানে উন্নীত করে নিয়মিত ডিভিডেন্ড প্রদানের জন্য দাবি জানান। পরিচালকবৃন্দ কোম্পানিকে লাভজনক অবস্থানে নিয়ে আসতে গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ শেয়ারহোল্ডারগণকে অবহিত করেন এবং এ লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। এছাড়াও জানানো হয় যে, কোম্পানির লোকসান পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ক্রমান্বয়ে কমেছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কোম্পানি পর্যায়ক্রমে লাভজনক অবস্থানে পৌঁছে যাবে।

উল্লেখ্য, পাওয়ার গ্রিডের ৫৮.৫০% মালিক উদ্যোক্তা শেয়ারহোল্ডার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সরকারের মালিকানা ২২%। অবশিষ্ট ১৯.৫% মালিকানা সাধারণ শেয়ারহোল্ডারগণের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + 7 =