পাঠান ছবির গানের দৃশ্যে হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ

‘পাঠান’-এর প্রথম গান বেশরম মুক্তি পেয়েছে মাত্র গত সোমবার। তবে এরমধ্যেই সিনেমাটিকে বয়কটের ডাক দিয়ে ফেলেছে একাংশ। বিশেষ করে, পাঠান সিনেমার বিরুদ্ধে উঠছে হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ। ফলে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে টুইটার।

‘বেশরম’ গানের একটি দৃশ্যে দীপিকাকে দেখা গিয়েছে গেরুয়া রঙের ওয়ান পিসে। আর সেই দৃশ্যেই শাহরুখ খানকে দেখা গিয়ছে দীপিকার সঙ্গে রোম্যান্স করতে। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি শাহরুখের হাত ‘অশ্লীল’ ভাবে ছুঁয়েছে দীপিকাকে। আর হিন্দুদের পবিত্র রং গেরুয়া পরিয়ে দীপিকাকে একজন ‘মুসলিম নায়ক’ শাহরুখের হাতে তুলে দেওয়া হয়েছে, যে আবার ইসলামি সবুজ রঙের জামা পরে রয়েছে, এই কাজ করানো আসলেই ‘হিন্দু ধর্মের অবমাননা’। যার ফল ভুগতে হবে পাঠান-এর নির্মাতাদের। উঠছে ছবি বয়কটের ডাক।

কেউ কেউ তো শাহরুখ-দীপিকার এই দৃশ্যকে ‘সফট পর্ন’-এর সঙ্গেও তুলনা করেছেন। বলিউডের সবচেয়ে ‘অশ্লীল’ গান হিসেবেও এটাকে উল্লেখ করা হয়েছে একাধিক টুইটে।

উঠছে দীপিকার জেএনইউ গিয়ে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার প্রসঙ্গও। যদিও কারও দাবি টুইটারের এই ট্রেন্ড শুরু হয়েছে বিজেপি-মনস্ক কিছু অ্যাকাউন্টের হাত ধরে। সব কিছুর পিছনেই রয়েছে রাজনৈতিক প্রোপাগন্ডা।

প্রসঙ্গত, পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়েই কামব্যাক করছেন শাহরুখ। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে। তাও পাঁচ বছর আগে। তাই এই সিনেমা নিয়ে ভীষণ উত্তেজিত কিং খানের ভক্তরা। ছবিতে এসআরকে-র সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনকে।

এদিকে, বেশরম গান নিয়ে যেমন নিন্দে হয়েছে, তেমনই এই গানে শাহরুখের হট লুক ঘুম উড়িয়েছে তার বহু ভক্তের। বলা ভালো, অনেকেই নতুন করে প্রেমে পড়েছেন। ৫৫-র কোঠায় থাকা শাহরুখের এমন হ্যান্ডসাম চেহারা নিয়েও চর্চা চলছে।

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা পাঠান সিনেমার।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=huxhqphtDrM

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 14 =