পান্থ কানাইয়ের আত্মজীবনী আসছে বইমেলায়

পান্থ কানাই একুশে বইমেলায় হাজির হচ্ছেন নিজের জীবনের গল্প নিয়ে। লিখেছেন ‘আমি মুক্তি চেয়েছিলাম’। বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। চারু পিন্টুর প্রচ্ছদ অলঙ্করণে চলছে বইটির প্রি-অর্ডার। বইটিকে ঘিরে এরমধ্যে সংগীতাঙ্গনে শুরু হয়েছে উচ্ছ্বাস। বিশেষ করে প্রচ্ছদ প্রকাশের পর এটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার হচ্ছে দেদার।

রেকর্ডিং আর স্টেজ ব্যস্ততার মাঝেও পান্থ কানাই তার ৫০ বছরের জীবনের গল্প লিখতে সময় নিয়েছেন মাত্র ছয় মাস। কিন্তু কেন হঠাৎ নিজের জীবনের গল্প লিখতে বসলেন সদা দুরন্ত গানপাগল কানাই? জবাবে বললেন, ‘হঠাৎ মনে হলো জীবনটাকে খানিক পেছন ফিরে দেখি। দেখতে গিয়ে মনে হলো, অনেক গল্প! যে গল্পগুলো অন্যদেরও জানা দরকার। তাই লিখে ফেললাম।’

বইটির নাম পান্থ রেখেছেন ‘আমি মুক্তি চেয়েছিলাম’। তবে কি তিনি এ জীবনটাকে জেল বলছেন? এখনও কি তবে পরাধীনতার শেকলে বন্দী তিনি। অথচ তার জীবনের দিকে তাকালে মনে হবে, তিনি বরাবরই স্বাধীনচেতা মুক্ত পাখির মতো।

বইটির নামকরণ প্রসঙ্গে পান্থ বলেন, ‘আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। মনে করি আমি নিজেও একজন যোদ্ধা। মুক্তিবাহিনীরা মুক্তি চেয়েছিল দেশের জন্য, আর আমিও সারাটা জীবন মুক্তি চেয়েছি নিজের জন্য। মুক্তি বলতে কারও হাত থেকে মুক্তি না। আমি আমার চিন্তার মুক্তি চেয়েছি। সারাজীবন মুক্তভাবে ভাবতে পছন্দ করেছি। যখনই কোনোকিছুতে মনে হয়েছে জড়িয়ে যাচ্ছি, তখনই সেখান থেকে বেরিয়ে এসেছি। সমগ্র জীবনে অনেক গান করেছি, অনেক ব্যান্ড করেছি কিন্তু একটা স্পেসিফিক জায়গায় নিজেকে আটকে ফেলিনি। জীবনে প্রায় সব ধরনের নেশাদ্রব্য গ্রহণ করেছি কিন্তু কখনও কোনও নেশাকে জীবনের সঙ্গী করে ফেলিনি। ইচ্ছে হয়েছে নিয়েছি, আসক্ত হওয়ার আগেই ছেড়েছি। জীবনে অনেক প্রেম করেছি কিন্তু নারী লিপ্সু ছিলাম না। প্রেমটাকে সবসময় সুন্দর অনুভূতি হিসেবে নিয়েছি। মূলত সেসব গল্পই কাগজে তুলে ধরার চেষ্টা করেছি এই বইতে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 7 =