পার্থ-অপর্ণার ছবি ‘মেইড ইন চিটাগাং’

ইমরাউল রাফাত পরিচালিত ছবি ‘মেইড ইন চিটাগং’। এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে। পার্থ বড়ুয়ার বিপরীতে আছেন অপর্ণা ঘোষ। ছবিতে পার্থ-অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে। এনামুল কবির সুজন প্রযোজিত কমেডি ধারার ছবিটি ১৮ নভেম্বর মুক্তি পাবে।

পার্থ বড়ুয়া বলেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। চলচ্চিত্রের প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি, তাই অন্যরকম অনুভূতি কাজ করছে।’ সংগীতশিল্পী পার্থ বড়ুয়া এর আগে অনেক টিভি নাটকে অভিনয় করেছেন। অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’-তে অভিনয় করে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিলো। সে ছবিতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ছিলো। এবার তাকে দেখা যাবে প্রধান চরিত্রে।

রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার আহমদ আরমান সিদ্দিকী বলেছেন, ‘আমি নিজেই চিটাগংয়ের ছেলে। চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ এক্সাইটেড ও আনন্দিত। আমি বিশ্বাস করি চট্টগ্রাম, নোয়াখালী এবং এসব স্থানে অনেকদিন ধরে বসবাসরত মানুষ এই চলচ্চিত্রটি আগ্রহ নিয়ে দেখবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 1 =