পিয়ার নতুন সিনেমা ‘রং বাজার’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নতুন একটি সিনেমার কাজ করছেন। জানা যায়, সিনেমার নাম ‘রং বাজার’। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ।

বরাবরই বেছে বেছে কাজ করেন পিয়া। এবারও সেই ধারাবাহিকতা রেখেছেন তিনি। নতুন সিনেমার বিষয়ে খুব বেশিকিছু জানাননি পিয়া । শুধু জানালেন, ‘রং-বাজার’ একটি কন্টেন্ট ভিত্তিক সিনেমা। দৌলতদিয়া এলাকায় এই সিনেমার কাজ হয়েছে। খুব শিগগিরই ঢাকাতে ছবির বাকী কাজ শুরু হবে।

জানা গেছে, সিনেমাটির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। সিনেমাটিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুত্ফুর রহমান জর্জ, বড়দা মিঠু, ওমর মালিকসহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =