পুজোয় শোনা যাবে নচিকেতা কন্যার গান

পুজোতে আসছে শিল্পী নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম সিঙ্গলস। এতদিন বাবার সঙ্গে এক সুরে গান গাওয়ার পর, এবার একাই রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করে ফেললেন ধানসিঁড়ি। শনিবার হয়ে গেল তার প্রথম সিঙ্গলস ‘ডিজিটাল দুনিয়ার’ রেকর্ডিং। গানটি কম্পোজ করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্য়োপাধ্য়ায়।

প্রথম সিঙ্গলস নিয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ধানসিঁড়ি। সংবাদমাধ্যমকে ধানসিঁড়ি জানিয়েছেন, ‘আমরা সারাক্ষণ ইন্টারনেট দুনিয়ায় থাকি। সব সময়ই আমরা অনলাইন। কখনও কখনও অফলাইনটাও হওয়া দরকার। এই নিয়ে মূলত আমার এই সিঙ্গলস। এই প্রথম একা গান করছি। খুবই এক্সাইটেড।’

বাবা নচিকেতার সঙ্গে আগেও গান করেছেন ধানসিঁড়ি। মঞ্চেও পারফর্ম করেছেন। সংবাদমাধ্যমকে ধানসিঁড়ি বলেন, ‘টেনশন খুব একটা হচ্ছে না। আমার বাবাও প্রথম ব়্যাপ দিয়ে শুরু করেছিলেন। আমার সিঙ্গলসটাও ব়্যাপ ঘরানার হচ্ছে।’ সঙ্গে ধানসিঁড়ি জানালেন,বাবা খুব ভাল শ্রোতা। বাবাকে শোনানো হয়েছিল আমার গানটা। বাবা গান শুনে বলেছে ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’। বাবা এ ব্যাপারে কোনও টিপস দেননি। আমাকে আমার মতো করে গাইতে বলেছিল।’

ধানসিঁড়ি জানেন, তার গান মুক্তি পেলে বাবার সঙ্গে তাঁর গানের তুলনা হবে। তবে এই নিয়ে একেবারেই চিন্তা করতে চান না তিনি। বরং ধানসিঁড়ি নিজের গানে আপাতত মন দিতে চান।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + one =