পূজা চেরির জন্মদিন আজ

চিত্রনায়িকা পূজা চেরি শিশুশিল্পী হিসেবেই মিডিয়া জগতে অভিষেক করেছিলেন। ‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যে শিশুশিল্পীর খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন তিনি। খুব আল্প সময়ের মধ্যে অভিনয় দিয়ে দর্শক মনেও জায়গা করে নিয়েছেন পূজা। আজ পূজা চেরির জন্মদিন।

খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন জয়িতা রায় পূজা। তবে সবাই তাকে চেনে পূজা চেরি নামেই। তাইতো পূজা চেরির নাম নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। জানা যায়, জন্মের পর পূজা এতই সুন্দরী ছিলেন যে, তাদের গুরুদেব তার নাম দেন চেরি। আসলে গুরুদেব থাকতেন জাপানে। সেখানকার চেরি ফুলের সৌন্দর্য নজর কাড়ে সকলেরই। সেই সূত্রেই পূজার সঙ্গে জুড়ে যায় চেরি।

জন্মদিন প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে পূজা বলেন, ‘রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় পাচ্ছি। ঘরোয়াভাবেই কাটবে জন্মদিন। রাতে পরিবার নিয়ে একটি কেক কেটেছি। তবে আমার একবার ইচ্ছে আছে বড় আয়োজন করে জন্মদিন পালন করার।’

পূজার ছোট বেলায়ৈই ইচ্ছে ছিল নায়িকা হবেন। হয়েছেন এবং সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তার সাফল্যের মূলমন্ত্র ধৈর্য-সততা-পরিশ্রম আর অভিনয়কে ভালোবাসা। অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকে মূল্যায়ন ও শ্রদ্ধা করা।

পূজা বলেন, ‘আমি ধৈর্য ধরেছি, সততার সঙ্গে কাজ করেছি, পরিশ্রম করেছি। এছাড়া চরিত্র নিয়ে আমাকে অনেক সাধনা করতে হয়েছে। সবসময় নিজের চরিত্রটাকে প্রাধান্য দিয়েছি। যে চরিত্রে কাজ করে দর্শককে মুগ্ধ করতে পারব বলে ধারণা করেছি, সেই চরিত্রেই কাজ করছি।’

পুজার অভিনীত সিনেমা ‘নূরজাহান’ ‘দহন’, ‘প্রেম আমার-২’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + seventeen =