পূজা চেরির ‘ময়না’র শুটিং শুরু ২২ মার্চ

শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন পূজা। নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন এই নায়িকা। তার হাতে রয়েছে বেশ ক’টি সিনেমার কাজ। এবার জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমায় যুক্ত হলেন তিনি। সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন মনজুরুল ইসলাম মেঘ। আগামী ২২ মার্চ থেকে এর শুটিং শুরু হবে বলে  জানান মোহাম্মদ আলিম উল্লাহ খোকন। এরই মধ্যে সিনেমাটির নাম প্রযোজক ও পরিচালক সমিতিতে নিবন্ধন করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমান সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। অভিষেক সিনেমা দিয়েই দর্শক মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি পূজা চেরি শেষ করেছেন ‘গলুই’ সিনেমার কাজ। এতে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আগামী ঈদুল ফিতরে পূজা অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ‘শান’ ও ‘গলুই’ মুক্তির মিছিলে থাকায় উচ্ছ্বসিত এই নায়িকা।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 5 =