প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের জন্মদিন আজ

১৯৬৭ সালের এই দিনে ধ্রুব এষ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। গল্পের বই কিংবা ম্যাগাজিন, প্রচ্ছদশিল্পী হিসেবে তিনি  যেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। এখন প্রতিবছর ধ্রুব এষ প্রায় ৬০০-৭০০ বইয়ের প্রচ্ছদ আঁকেন। শুধু বইয়ের প্রচ্ছদই আঁকেন না এই গুণী মানুষটি। লেখেন গল্প-কবিতাও। ১৯৯০ সালের পর তিনি হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন।

চারুশিল্পী হিসেবে তার আবির্ভাব ১৯৯০ দশকের মধ্যভাগে। বিমূর্ত নকশার প্রতি তার অনেক ঝোঁক ছিল। প্রচ্ছদে তিনি উজ্জ্বল রঙ ব্যবহার করে থাকেন। তার বৈশিষ্ট্যপূর্ণ কাজ প্রকাশক ও লেখক-সাহিত্যিকদের নজর কাড়ে।

প্রথম দিকে তিনি ইমদাদুল হক মিলনের বইয়ের প্রচ্ছদ করতেন। পরে প্রকাশকদের মাধ্যমে হুমায়ুন আহমেদের সাথে পরিচয় হয় এবং সখ্য গড়ে ওঠে। তারপর থেকে হুমায়ূনের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব।

ধ্রুব বলেন, বাংলাদেশে প্রচ্ছদশিল্পে আধুনিকতা আনার জন্য কেউ কেউ আমাকে কৃতিত্ব দেন। তবে এর মূল কৃতিত্ব হুমায়ূন আহমেদের। তিনি আমাকে প্রথম বলেছিলেন, আমার বইয়ের প্রচ্ছদে ফিগার আঁকতে হবে না। এই স্বাধীনতা আমাকে একলাফে অনেকদূর এগিয়ে দিয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 1 =