প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে  বাংলাদেশ।

রানার্স-আপ  আট দলের মধ্যে তৃতীয় স্থানে থাকার সুবাদে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ।

রবিবার দুপুরে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনিশ্চয়তার মুখে পড়ে। তবে আট গ্রুপের রানার্স-আপ হওয়া দলগুলোর মধ্যে সেরা তিনের মধ্যে থাকলে মূল পর্বে খেলার সুযোগ ছিল বাংলাদেশের।

সন্ধ্যায় ‘ই’ গ্রুপে চীনের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে লেবানন হেরে যাওয়ায় বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।

গ্রুপ রানার্স-আপ বাংলাদেশ ও লেবাননের পয়েন্ট সমান ৬ হলেও গোল গড়ে এগিয়ে মূল পর্বে খেলা  নিশ্চিত হয় বাংলাদেশ দলের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপ বাছাই শুরু করে বাংলাদেশ। এরপর তিমুর লেস্তেকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 4 =