প্রথমবারের মতো ভোট দিয়ে তার অনুভূতি জানালেন আদিত্য হোসেন

প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন এনার্জি এন্ড পাওয়ারের এডিটর ডিজিটাল কনটেন্ট আদিত্য হোসেন। নির্বাচনী এলাকা ঢাকা ১৩ আসনের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে দুপুরে তিনি তার ভোট প্রদান করেন। আদিত্য দেশে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার তরুণ ভোটারের একজন।

ভোট দেওয়া শেষ তিনি জানালেন, প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তিনি খুশি। বিএনপি হরতাল ডাকলেও তিনি কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন।

তিনি জানান, ‘আমরা যদি সর্বশেষ নির্বাচন আর বর্তমান নির্বাচনের প্রেক্ষাপট দেখি, গতবার কেন্দ্রে অনেক ভিড় দেখতাম, তখন অনেক ছোট ছিলাম, তখন আমার ভোট দেওয়ার অধিকার ছিল না। কিন্তু এবারের অভিজ্ঞতা হলো সবকিছু ঠিকমতো হচ্ছে, মানুষ খুব তাড়াতাড়ি কেন্দ্র খুঁজে পাচ্ছে, কোন বুথে ভোট দিতে হবে তাও জানা যাচ্ছে। পুরো জিনিসটা অর্থাৎ গেট থেকে প্রবেশের পর থেকে ১/২ মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে আসতে পারছে। আর যেহেতু আমরা সবাই জানি আজকে হরতাল, তবুও হরতাল থাকা সত্ত্বেও মানুষজন এসে ভোট দিতে পারছে। আমার মতে এটা আমার গণতান্ত্রিক অধিকার। তাই ভোট দিতেই হবে। না দিয়ে পারিনি।’

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =