প্রথমবার একমঞ্চে গাইলেন আব্দুল হাদী ও খুরশীদ আলম

দেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও খুরশীদ আলম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তারা উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। তবে এ সংগীতজ্ঞদের কখনো একমঞ্চে একসঙ্গে গাইতে দেখা যায়নি। এবার সেটাই হয়েছে। বরেণ্য গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের সংগীত জীবনের ত্রিশ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একমঞ্চে গান করেছেন আব্দুল হাদী ও খুরশীদ আলম। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে মূলত দিঠির অনুরোধেই গান করেন এ দুই সংগীতশিল্পী। অনুষ্ঠানের এক পর্যায়ে দিঠি ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’ গানটি গাওয়ার জন্য মঞ্চে ডাকেন সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলমকে। দু’জনই দিঠির আহ্বানে সাড়া দেন। সঙ্গে আসেন এ প্রজন্মের গায়ক অপু আমান। এরপর সবাই মিলে গানটি পরিবেশন করেন। এ প্রসঙ্গে আব্দুল হাদী বলেন, ‘দিঠি তো আমাদেরই সন্তান। তার আমন্ত্রণে অনুষ্ঠানে গিয়েছি, গান করেছি, বেশ ভালোই লেগেছে। দিঠির জন্য অনেক দোয়া’। খুরশীদ আলম বলেন, ‘দিঠির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে অংশ নিয়েছি। মঞ্চেও গেয়েছি। দারুণ লেগেছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × four =