ফোক ও আধুনিক গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন ডলি সায়ন্তনী। চলচ্চিত্রে প্লেব্যাক করেও শ্রোতাদের মন ছুঁয়েছেন। তবে বর্তমান প্রজন্মের সঙ্গে মেলবন্ধন তৈরি করতে প্রথমবার র্যাপ গান গাইলেন ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গীতিকার মনিরুজ্জামান মনির। গুণী এই গীতিকারও এবারই প্রথম র্যাপ গানের কথা লিখলেন। গানটির সুর করেছেন মীর মাসুম। সংগীতায়োজনে মীর ব্রাদার্স। ডলি বলেন, ‘জীবনে নতুন একটা অভিজ্ঞতা হলো। সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর গানটি করা। পুরো অংশ অবশ্য র্যাপ নয়, কিছুটা ওয়েস্টার্ন ফোকও আছে সুরে। দীর্ঘ ১৫ বছর পর মনির ভাইয়ের কথায় গাইলাম। ভাবতে পারিনি মনির ভাই এই সময়ে এসেও তরুণদের মতো লিখছেন। মীর মাসুম ভাইও অসাধারণ সুর করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’ মীর ব্রাদার্সের প্রধান মীর মাসুম বলেন, ‘ডলি সায়ন্তনী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী। আমরা তাঁকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলাম। আশা করি, নতুন ধারার গানটি সবার ভালো লাগবে।’ নাম ঠিক না হওয়া গানটি প্রকাশ পাবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। আগামী সপ্তাহে ভিডিও চিত্র হওয়ার কথা রয়েছে বলে জানান ডলি।