প্রথমে ইভ্যালির অডিট করা হবে, এরপর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে মন্তব্য করেছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। মঙ্গলবার ইভ্যালির প্রথম বোর্ড সভা শেষে তিনি একথা বলেন।
মাহবুব কবীর বলেন, আমরা আজকে প্রথম মিটিং করেছি। ইভ্যালির ধানমন্ডি অফিসে এই মিটিং হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী এখন আমাদের প্রথম কাজ হবে প্রতিষ্ঠানটির অডিট করা। অডিট রিপোর্ট হাতে না আসা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। যখন আমাদের কাছে অডিট রিপোর্ট আসবে তখন বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব।
হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। দুপুরে ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এ সভা হয়। সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন- ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’
ঢাকা পোস্ট