প্রথম একক অ্যালবাম নিয়ে ফিরছেন বিটিএস তারকা জিন

২০২২ সালে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন বিটিএস তারকা জিন। দুই বছরের প্রশিক্ষণ শেষে ফিরেছেন গত জুনে। এর পর থেকে বিটিএসের ভক্তরা, যাদের বলা হয় বিটিএস আর্মি, অপেক্ষায় ছিলেন আবার কবে গানে পাওয়া যাবে জিনকে। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে জিন জানিয়ে দিলেন, সংগীত দুনিয়ায় ফিরছেন তিনি। ১৫ নভেম্বর প্রকাশ পাবে তাঁর প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’।

অ্যালবামের খবর জানিয়ে বিটিএস এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘বিটিএস সদস্য জিনের প্রথম একক অ্যালবামের খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। অ্যালবামের নাম হ্যাপি। ছয়টি গান থাকবে এতে। প্রতিটি গান ভিন্ন ধরনের।’

গত মাসে ওয়েভার্সে এক লাইভ সেশনে এই অ্যালবামের ইঙ্গিত দিয়েছিলেন জিন। ভক্তদের বলেছিলেন, ‘আপনারা কী নিয়ে বেশি আগ্রহী? আমার অ্যালবাম নিয়ে? কিছুদিন আগেই গানগুলোর রেকর্ডিং শেষ করেছি। মিক্সড-মাস্টারও শেষ হয়েছে। দারুণ হয়েছে গানগুলো। সব সময় শুনছি।’

বিটিএসের অন্য সদস্যরা যেহেতু এখনো সামরিক প্রশিক্ষণে, তাই বন্ধ আছে ব্যান্ডের কার্যক্রম। তবে প্রশিক্ষণ থেকে ফিরে বসে নেই জিন। বিভিন্ন ধরনের কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। শেষ করেছেন নেটফ্লিক্সের ‘কিয়ানস বিজার আর অ্যান্ড বি’ সিরিজের শুটিং, যেটা মুক্তি পাবে আগামী বছর।

১১ অক্টোবর বিশেষ গান ‘সুপার টুনা’ প্রকাশ করেছেন জিন, যেটা জাপানের ওরিয়ন ডেইলি ডিজিটাল সিঙ্গেল চার্টে শীর্ষে অবস্থান করছে। সম্প্রতি এন্টারটেইনমেন্ট শো ‘বিটিএস রান’-এর স্পিন অফ ‘জিন রান’ প্রকাশ করেছে। এ ছাড়া এ বছর প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার হয়ে মশালবাহক ছিলেন তিনি।

বিটিএস ব্যান্ডের বাইরে জিনের প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’। তবে প্রথম একক গান তিনি প্রকাশ করেছিলেন ২০২২ সালের অক্টোবরে, সামরিক প্রশিক্ষণে যাওয়ার আগে। ‘অ্যাসট্রোনাট’ শিরোনামের ওই গানে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে কোলাবোরেশন করেছিলেন জিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − nine =