প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় দীপিকা

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল সোমবার রাতে ২০২৩ সালের অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকাখচিত সন্ধ্যায় হলিউডের তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকা।

মেরিল স্ট্রিপ থেকে সেলেনা গোমেজ এবং নিকোলা পেল্টজসহ অনেকেই যোগ দিয়েছিলেন ২০২৩ সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালায়। গালাতে অংশ নিতে লুই ভিতোঁর নীল রঙের মখমলের গাউনে লাল গালিচায় হাজির হন দীপিকা। কানে ডায়মন্ডের ঝোলা দুল এবং হাতে পরেছিলেন বালার মতো ব্রেসলেট। সঙ্গে আঙুলে পরেন একাধিক আংটি।

উল্লেখ্য, দীপিকাকে সর্বশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮’ ও শুটিং ফ্লোরে আছে তাঁর অভিনীত ‘সিংহাম এগেইন’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =