প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝিলিকের গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবারে দুটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী জিনিতা আহমেদ ঝিলিক। বৃহস্পতিবার বাংলাদেশ বেতারের প্রযোজনায় গান দুটির কণ্ঠধারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন। গত বছর সরকার প্রধানের জন্মদিন উপলক্ষে জিনিতা ‘শুভ জন্মদিন হে বঙ্গবন্ধু কন্যা’ শিরোনামে একটি গান করেছিলেন। এবারে গাইছেন দুটি।

ঝিলিক বলেন, একটি গানের শিরোনাম ‘তুমি জাতির পিতার সুযোগ্য কন্যা’, গানটির গীতিকার নাসির আহমেদ। অন্য গানটির শিরোনাম ‘হে জননী বঙ্গকন্যা’। এই গানটির গীতিকার মো. কামরুল হাসান এবং সংগীত আয়োজন মকসুদ জামিল মিন্টুর।

শেখ হাসিনাকে নিয়ে গান করার অভিজ্ঞতা জানিয়ে ঝিলিক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। শেখ হাসিনাকে নিয়ে একটি গানে বর্ণনা করা অসম্ভব। তবুও ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে গানটি গেয়েছি।“

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − seven =