প্রধান উপদেষ্টার জাপান সফরকালে ১শ কোটি ডলারের ঋণ চাইবে ঢাকা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আগামী ২৮ থেকে ৩১ মে সরকারি সফরে জাপান যাবেন। এই সময় বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে ১শ’কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চাইতে পারে। খবর বাসস।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ‘সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজেট সহায়তা অর্জন।’

প্রধান উপদেষ্টা ২৭ মে ঢাকা ত্যাগ করবেন। চার দিনের সফরে তিনি ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনার লক্ষ্য হবে ব্যাপকভিত্তিক কৌশলগত সহযোগিতা জোরদার করা।

সিদ্দিকী জানিয়েছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকের পর সহজ শর্তে ঋণের ঘোষণা আসতে পারে। এরপর নোট বিনিময় সম্পন্ন হবে।’

তিনি বলেন, টোকিও’তে পৌঁছার পর প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনাসহ গার্ড অব অনার প্রদান করা হবে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘সফরের মূল লক্ষ্য হলো অগ্রাধিকার ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করা।’

সফরকালে জ্বালানি সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রফতানি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ সাতটি সমঝোতা স্মারক সই হবে।

প্রফেসর ইউনুস ২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

চলতি বছরের গোড়ার দিকে জাপান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সহকারি মন্ত্রী ইকুইনা আকিকো তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ২০০৪ সালে মর্যাদাবান নিক্কেই এশিয়া পুরস্কার লাভ করেন।

সফরের গুরুত্ব তুলে ধরে সিদ্দিকী বলেছেন, ‘এই সফরে ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক ও বহুমুখী বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে বাণিজ্য ও বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) এবং ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’র আওতায় সম্পর্ক জোরদারে জাপান তাদের প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেছে।

সিদ্দিকী আরো বলেন, ‘জাপান বাংলাদেশে উন্নতমানের অবকাঠামো প্রকল্পে সহায়তা দেবে এবং জাপানি শিল্প উৎপাদন সম্প্রসারণে কাজ করবে।’

কূটনৈতিক সূত্র জানিয়েছে, উভয় দেশ জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করতে চাইবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে-আলম ও পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমানও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 14 =