প্রবাসীদের লাশ বিনা খরছে দেশে আনা ও ঢাকা বিমান বন্দরে যাত্রী হয়রানী বন্ধের দাবি

সাউথ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার দেশসমূহে কর্মরত প্রায় তিন লক্ষ বাংলাদেশীর সমস্যা সমাধানে অন্তবর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন। একই সঙ্গে প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনা,ঢাকা বিমান বন্দরে যাত্রী হয়রানী বন্ধের দাবি জানান। সাউথ আফ্রিকাস্থ বাংলাদেশ এসোসিয়েশন সাউদার্ন আফ্রিকা’র পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন চয়ন পররাষ্ট্র উপদেষ্ঠা মো: তৌহিদ হোসেন এর সঙ্গে সাক্ষাৎ করে দাবি দাওয়া সম্বলিত একটি স্বারক লিপি প্রদান করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্ঠার দফতরে সাক্ষাৎ করে স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপিতে আমজাদ হোসেন চয়ন উল্লেখ করেন, প্রবাসীদের লাশ  বিনা খরছে দেশে প্রেরণ এবং সংশ্লিষ্ট পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, ই-পার্সপোট সেবা চালু এবং নতুন পার্সপোট প্রদান ও নবায়ন ফি কমানো ,দূতাবাসে সেবার মান উন্নয়ন এবং দ্রুততর করতে প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ,দূতাবাসকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করা,বিমানের টিকিটের দাম কমানো, সাউদার্ন আফ্রিকার যেসব দেশে দূতাবাস নেই সেসব দেশে অবিলম্বে কনস্যুলেট সেবা চালু,ঢাকা বিমান বন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানী, দুব্যবহার বন্ধ করা এবং বাংলাদেশে সাউথ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে দ্রুত  দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ গ্রহনের আহ্বান জাানানোা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =