প্রশান্তির খোঁজে আনুশকাকে নিয়ে বৃন্দাবনে বিরাট

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঠিক পরদিনই শান্তির খোঁজে বের হলেন বিরাট কোহলি। স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে ছুটে গেলেন উত্তরপ্রদেশ মথুরা জেলার বৃন্দাবনে। প্রাচীন শহরে প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে হাজির হলেন ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি। শুভ্র পোশাকে, একেবারে সাদা জার্সির মতো সাজে ধরা দিলেন বিরাট-যে রঙের টেস্ট জার্সিতে আর কখনো দেখা যাবে না তাকে। বার্তা২৪

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে বর্ণিল অধ্যায়ের পর সোমবার অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। ঘোষণা শোনার পর আবেগে ভাসেন দেশ-বিদেশের কোটি ভক্ত। সেই আবেগের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় বিরুশকা বৃন্দাবনের পথে।

আশ্রমে পৌঁছতেই প্রেমানন্দ মহারাজ বিরাটকে জিজ্ঞাসা করেন, ‘তুমি প্রসন্ন হয়েছো তো?’ উত্তরে বিরাট জানান, তিনি আপাতত ভালো আছেন। এরপর মহারাজ তাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন, যা যেন কোহলির নতুন পথচলার দিশা। তিনি বলেন, ‘তোমার এই বৈভব কৃপা নয়, এটি পুণ্যের ফল। ঈশ্বরের কৃপা হল অন্তরের চিন্তায় পরিবর্তন। সংসারের মধ্যেই থেকো, তবে আত্মার চিন্তা বদলাও। আত্মার মধ্যে যেন অর্থ বা যশের বাসনা না থাকে।’

প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাটের এই সম্পর্ক পুরোনো। এর আগেও একাধিকবার কোহলি-আনুশকা গিয়েছেন বৃন্দাবনে গুরুর দরবারে। জানুয়ারি মাসেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং সেবার কোহলিকে দেওয়া হয় ‘দেশসেবক’ উপাধি। এবার টেস্ট ক্রিকেটের অবসরকে ঘিরেও সেই আধ্যাত্মিক সংযোগের জায়গাতেই ফিরে গেলেন বিরাট।

বিকেলেই বৃন্দাবন থেকে মুম্বাইয়ে ফিরে যান বিরুশকা দম্পতি। তার আগে প্রশান্তির খোঁজে কাটল একটা দিন!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × one =