‘প্রহেলিকার  ‘বিধূর ভালোবাসা’ দিয়ে জামাল হোসেনের প্রাপ্তি

অভি মঈনুদ্দীন

গেলো ঈদে মুক্তিপ্রাপ্ত দর্শকািপ্রয়তা পাওয়ার মধ্যে জামাল হোসেন প্রযোজিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটিও রয়েছে শীর্ষে। ঈদের দিন থেকেই বৃষ্টি উপেক্ষা করে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার মতো ‘প্রহেলিকা’ দেখার জন্যও দর্শকের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। যার ধারাবাহিকতা এখনো রয়েছে। এই সিনেমার একটি গান এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেটি হলো ‘মেঘের নৌকা’। তবে সময়মতো এই সিনেমার আরো একটি গান রিলিজ হলে সেই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে সাড়া ফেলতো বলে গানের শ্রোতা দর্শক তাই মনে করেন। গানটি হলো ‘প্রহেলিকা’ সিনেমারই বিরহের গান ‘বিধূর ভালোবাসা’। এই গানটি লিখেছেন জামাল হোসেন নিজেই। গানটির সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। গেয়েছেন আকাশ মাহমুদ ও সিঁথি সাহা। সিনেমার গল্পে গানটি এমন সময়ই এসেছে যখন অর্পা (বুবলী) থেকে সরিয়ে নিয়ে এসে মনা’কে (মাহফুজ) থানায় রাখা হয়। দু’জনের মধ্যকার প্রেম বিরহের ভাবাবেগ হিসেবে এই গানকে উপস্থাপন করা হয়েছে। যারা এখন পর্যন্ত সিনেমাটি দেখেছেন, তারা প্রত্যেকেই ‘বিধূর ভালোবাসা’ গানটিতে মুগ্ধ হয়েছেন। গানের কথা, গানের সুর সঙ্গীত এবং বিশেষত আকাশ মাহমুদ ও সিথি সাহার কণ্ঠে এই গান এক অন্য মাত্রা পেয়েছে। অনেকেই মনে করেছিলেন হয়তো দেশের বাইরের কোনো শিল্পী গানটি গেয়েছেন। ইউটিউবে এই গানটির অংশ বিশেষ আছে। তবে জামাল হোসেন জানান, শিগগিরই পুরো গানটিই ইউটিউবে প্রকাশ পাবে। জামাল হোসেন বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা জানাই সারা বাংলাদেশের দর্শকের কাছে। কারণ তারা আমার প্রযোজিত সিনেমা প্রহেলিকা আগ্রহ নিয়ে এখনো হলে হলে যাচ্ছেন, মনভরে উপভোগ করছেন, তাদের ভালোলাগার বহি:প্রকাশ ঘটাচ্ছেন। এই সিনেমায় আমার লেখা বিধূর ভালোবাসা-গানটি শুনে যে শ্রোতা দর্শকেরা মুগ্ধ হচ্ছেন, এটাই আসলে আমার নিজের অনেক বড় প্রাপ্তি। নিজের গানের কথা এখন মানুষের মনের মাঝে গেঁথে যাচ্ছে আকাশ ও সিঁথির কণ্ঠের মধ্যদিয়ে। গানের দৃশ্যায়নে মাহফুজ আহমেদ ও বুবলীর অনবদ্য অভিনয়েও দর্শক মুগ্ধ হচ্ছেন। পুরো গানটি প্রকাশ পেলে যারা হলে যেতে পারেননি, গানটির প্রতি ভালোলাগার সৃষ্টি হবে বলেই আমার বিশ্বাস।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − eight =