প্রেমাদাসায় দাপুটে টি ২০ ম্যাচ এবং  সিরিজ জয়ে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের

কাল কলম্বোর ঐতিহাসিক আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ম্যাচ এবং সিরিজ ২-১ জয় করে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টস জয় করে ব্যাটিং নিয়েছিল শ্রীলংকা। কাল সুযোগ পেয়ে অফ স্পিনার মাহেদী হাসান  (৪/১১) মায়াবী  স্পিন জালে বিভ্রান্ত করে শ্রীলংকা ইনিংস ১৩২/৭ সীমিত রাখে। বাংলাদেশ ইনিংসে তানজিদ তামিম (৭৩*), অধিনায়ক লিটন (৩২)আর তাওহীদ হৃদয় (২৭*) দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করলে ২১ বল হাতে রেখেই বাংলাদেশ ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে দাপুটে জয় বাংলাদেশকে ২-১ ম্যাচে টি ২০ সিরিজ জয় এনে দেয়। বাংলাদেশ এই প্রথম শ্রীলংকার বিরুদ্ধে শ্রীলংকায় কোন সিরিজ জয় করলো। পূর্ণাঙ্গ এই সফরে বাংলাদেশ টেস্ট সিরিজ ০-১  এবং ওডিআই সিরিজ ১-২ হেরেছিল। তরুণ দলটির ঘুরে দাঁড়ানো এবং জয়ের ধারাবাহিকতা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য উজ্জ্বল আগামী দিনের ইঙ্গিত বহন করে। বিশেষত টি ২০ সিরিজে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই বাংলাদেশ নিজেদের উজ্জলতার নিদর্শন রেখেছে। অধিনায়ক লিটন ফিরে পেয়েছে নিজেকে। তানজিদ তামিম ভালো সূচনা করছে, তাওহীদ হৃদয় দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, লেট মিডল অর্ডারে শামীম,জাকের প্রস্ফুটিত হচ্ছে। তাসকিন ভালো না করলেও শরিফুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন, রিশাদ ভালো বোলিং করেছে। আর শেষ মাঠে বল হাতে বাজিমাত করেছে মাহেদী হাসান।

কাল গুরুত্বপূর্ণ ম্যাচে টস জয় করে কেন শ্রীলংকা বোলিং করেনি সেটি নিয়ে কিন্তু ওদের আফসোস থাকবে। শুরুতেই শরিফুল আর মেহেদী ক্রমাগত আঘাত হেনে কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল আর চরিথা আসালংকা কে ফিরিয়ে দিলে ৪৯/৪ শ্রীলংকা কোনঠাসা হয়ে পড়ে। পিথুম নিঃশঙ্কা (৪৬) বিধ্বংসী হয়ে ওঠার আগেই মাহেদী ওকে বিদায় করে। মুস্তাফিজ, তানজিম শাকিব কিপ্টে বোলিং করে শ্রীলংকান ইনিংসকে নিয়ন্ত্রণের বাঁধনে বেঁধে রাখে। ১৩২/৭ রানে ইনিংস শেষ হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিজয়ের সুবাতাস বইতে থাকে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে খেলতে এসেই বাজি মাত করে মাহেদী হাসান। ৪ ওভার বোলিং করে ১১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলংকান বাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেয়।

বাংলাদেশ ইনিংসের শুরুতে প্রথম বলে পারভেজ ইমন ফিরে গেলেও তানজিদ তামিম (৭৩*) আর লিটন (৩২) দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত ৭৪ রান যোগ করে সহজ জয়ের পথ সুগম করে। লিটন আউট হবার পর তাওহীদ হৃদয় (২৭*) তানজিদ তামিমের সংগে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৬৯ রান তুলে ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। তামিমের ৪৭ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে ছিল ৬ টি বিশাল ছক্কা।

বাংলাদেশের এই দলটিতে আছে অধিকাংশ তরুণ। মূল নিউক্লিয়াস অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দলের নায়করা। জয়ের ধারায় ফিরে আশা বাংলাদেশ দলের এখন প্রয়োজন ধারাবাহিকতা ধরে রাখা। দলটি কয়েক দিনের মধ্যে নিজেদের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবে। উজ্জীবিত এই দলের কাছে এখন প্রত্যাশা সঙ্গত কারণেই বেড়ে যাবে। সকল ফরম্যাটে নিম্নগামী থাকা বাংলাদেশ ক্রিকেটের জন্য এই সিরিজ জয় টনিকের মোট কাজ করবে আশা রাখি।

বাংলাদেশশ্রীলংকা টি ২০ ম্যাচ

শ্রীলংকা ১৩২/৭ (পিথুম নিঃশঙ্কা ৪৬), দাশুন শানাকা ৩৫*, কামিন্দু মেন্ডিস ২১, মাহেদী হাসান ৪/১১, শামীম হোসেন ১/১০, মুস্তাফিজ ১/১৭)

বাংলাদেশ ১৩২/৩ (তানজিদ তামিম ৭৪*, লিটন কুমার দাস ৩২, তাওহীদ হৃদয় ২৭*)

বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। বাংলাদেশ ২-১ সিরিজ জয়ী।

ম্যাচের সেরা খেলোয়াড় : মাহেদী হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − nine =