প্রেমিকের বিরুদ্ধে বলিউড তারকার মারধরের অভিযোগ

প্রাক্তন মেলভিন লুইসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী সানা খান। তিনি বলেছেন, মেলভিন তাকে মারধর করেন। সেই আঘাতের দাগ এখনও তার শরীরে। সেই ছবিও রয়েছে তার কাছে। মারধরের সময় তিনি ব্যথায় কেঁদে ফেলেছিলেন।

সানা আরও বলেন, মেলভিন তার গায়ের রং, জাতি নিয়ে বিদ্রুপ করেছেন! পরিবারকে উপহাস করেছেন! ঘৃণ্য শব্দ ব্যবহার করেছেন। তাই মেলভিনকে প্রচণ্ড ঘৃণা করেন তিনি। তাই যা বলেছেন, যা করেছেন (সম্পর্ক ভেঙে দিয়ে)- একদম ঠিক করেছেন বলেই মনে করেন তিনি।

প্রায় এক বছর ডেটিংয়ের পরে সানা খান গত মাসে জানান, তিনি এবং মেলভিন আলাদা হয়ে গেছেন। একটি দীর্ঘ নোটে সানা জানান, মেলভিন প্রতারক এবং মিথ্যাবাদী। মেলভিনকে অন্ধভাবে বিশ্বাসের খেসারত দিতে হচ্ছে তাকে। মেলভিন প্রায়ই তাকে এবং তার পরিবারকে অপমান করেন। যা সানার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 5 =