ফরাসি নব্য সিনেমার পুরোধা জাঁ লুক গদার মারা গেছেন

প্রয়াত হলেন ফরাসি-সুইস পরিচালক জাঁ লুক গদার। ‘ব্রেথলেস’, ‘কন্টেম্পট’- এর মতো নিরীক্ষামূলক ছবিতে ফ্রান্সে ‘নিউ ওয়েভ’ বা নতুন ধারার চলচ্চিত্রের জন্ম দিয়েছিলেন তিনি। মঙ্গলবার গদারের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে। বার্ধক্যজনিত নানা ব্যাধিতে আক্রান্ত ছিলেন পরিচালক। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

বিশ্বের সবচেয়ে প্রশংসিত পরিচালকদের মধ্যে একজন ছিলেন গদার। ষাটের দশক থেকে ছবি নিয়ে তার নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা বহু পরিচালককে দিশা দেখিয়েছিল। চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করেন গদার। তার বানানো একের পর এক ছবি ফরাসি চলচ্চিত্রের অচলায়তন ভেঙে দিয়েছিল। চিরাচরিত পারিপাট্য, চিত্রায়নের ব্যাকরণকে ধাক্কা দিয়েছিল গদারের হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ। ‘জাম্প কাট’ সৃষ্টির জন্য সিনেমা তার কাছে চিরকাল ঋণী থাকবে।

ধারাবাহিকভাবে রাজনৈতিক ছবি বানিয়ে গিয়েছেন কেরিয়ারের শুরুতে। তার পর ঢুকে পড়েন জীবনের মাঝখানে। নৈরাশ্যে, অস্তিত্বে। আবার বেরিয়ে এসে ধরেছিলেন নতুন মোড়। সাম্প্রতিক বছরগুলোতে ‘ফিল্ম সোশ্যালিজম’ এবং ‘গুডবাই’-এর মতো কাজে সময়টাকে বুঝতে চাইলেন ফের। শিখছিলেন ডিজিটাল মিডিয়ার কারিগরি। প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাঝে কেরিয়ারটাও আবার নতুন করে গোছাচ্ছিলেন যেন। তবে নতুন যুগের সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে ওঠার সময় পেলেন না। আরো এক নতুন ধারা আনার আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ফরাসি নব্য সিনেমার ‘গডফাদার’।

মানুষের মনে তিনি সেই একমাথা কাঁচা-পাকা চুল আর মোটা ফ্রেমের চশমাতেই অমর হয়ে রইলেন। আর বেঁচে থাকল তার রুদ্ধশ্বাস ছবিরা, উদাহরণ হয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 2 =