‘ফারাজ’ সিনেমা প্রচার ও প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত বলিউডের সিনেমা ‘ফারাজ’ দেশের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ (বিটিআরসি) বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত বলিউডের সিনেমা ‘ফারাজ’ দেশের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ (বিটিআরসি) বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে সোমবার রুলসহ এ আদেশ দেন। সিনেমাটি দেখার পর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

ভিডিও স্ট্রিমিং ফ্লাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্ম, দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স, টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ নিসেমা স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এসব মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- জানতে চাওয়া হয়েছে রুলে। তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শকের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে।

সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে সোমবার রুলসহ এ আদেশ দেন। সিনেমাটি দেখার পর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ২২ জনের একজন অবিন্তা কবির। যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ে তার স্বদেশী সহপাঠি ফারাজ আইয়াজ হোসেন ও তাদের ভারতীয় বন্ধু তারিশি জৈনের সঙ্গে সেদিন হলি আর্টিজানের ক্যাফেতে গিয়েছিলেন তিনি। কমান্ডো অভিযানে রেস্তোরাঁটি জঙ্গিমুক্ত করার পর তাদের লাশ পাওয়া যায়।

দেশ-বিদেশে আলোড়ন তোলা সাত বছর আগের এই জঙ্গি হামলা নিয়ে ভারতীয় নির্মাতা হানসাল মেহতা বলিউডে ‘ফারাজ’ সিনেমা নির্মাণ করেন। টি সিরিজের ব্যানারে সিনেমাটি বানিয়েছেন তিনি। গত ১৬ জানুয়ারি ফারাজ সিনেমার ট্রেইলার প্রকাশের পর গত ৩ ফেব্রুয়ারি ভারতজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটির নির্মাণ, প্রদর্শন বন্ধে শুরু থেকেই সরব ছিলেন অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। এ দাবি নিয়ে সংবাদ সম্মেলনও করেনি। সেখানে ফারাজ চলচ্চিত্রে তার আপত্তির যৌক্তিকতাও তুলে ধরেন।

তাতে কাজ না হওয়ায় নেটফ্লিক্স, আমাজন প্রাইমসহ দেশের অন্যান্য অনলাইন প্লাটফর্ম, দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স ও কোনো চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ সিনেমার প্রদর্শন বন্ধে গত ৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান তিনি। কিন্তু ওই নোটিশে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট করেন রুবা আহমেদ। ভিডিও স্ট্রিমিং ফ্লাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্ম, দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স, টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ নিসেমার প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া হয় রিটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 2 =