ফারিয়া শাহরিনের জন্মদিন আজ

করোনার কারণে নিজের জন্মদিন নিয়ে কোনো আয়োজন নেই। বন্ধু করোনায় আক্রান্ত, তাই ঘোরাঘুরিরও ইচ্ছে নেই। নিজের পরিবারের সঙ্গে বাসায় কাটছে মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের জন্মদিন।

আজ দুপুর ১টায় এনটিভি অনলাইনকে ফারিয়া শাহরিন বলেন, ‘কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। এখন খাচ্ছি। আসলে করোনার কারণে জন্মদিন নিয়ে কোনো আয়োজন নেই। তা ছাড়া আমার এক বন্ধু করোনায় আক্রান্ত। যে কারণে বাইরে যাওয়ারও কোনো ইচ্ছে নেই। পরিবারের সঙ্গেই কাটাব আজ।’

জন্মদিনের প্রথম প্রহরে কার কাছ থেকে শুভেচ্ছা পেলেন? এমন প্রশ্নে ফারিয়া শাহরিন বলেন, ‘আমার বোন আমাকে প্রথম উইশ করেছে। সঙ্গে আমার পরিবার। এ ছাড়া অনলাইন ও মোবাইলে কাছের মানুষগুলো উইশ করছে। তবে সবাইকে বলব, এখন কোনো আয়োজন নয়। নিজেকে সুরক্ষিত রাখুন, এতেই মঙ্গল হবে সবার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র দিয়ে আলোচনায় আসেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − eight =