ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

 

নিউজ ডেস্ক,

ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।  খবর বার্তা২৪.কম

রোববার (৪ জানুয়ারি) সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট মোড় ও সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তাদের অবস্থানের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, যার কারণে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।

জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। একই দাবিতে এর আগেও একাধিকবার সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজও তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 1 =