সংগীতশিল্পী ফাহমিদা নবী নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করলেন নুতন গান ‘সাতকাহন’। গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা। সুর করেছেনে ফাহমিদা নিজেই। নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছি আমি। গানের কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তাই নিজেই সুর করেছি। ‘যেখানে দুচোখ ভাঙে মন, সেখানে মায়ার সাতকাহন’ এমন কথার গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাকে। এদিকে আসছে ঈদুল আজহা উপলক্ষে নতুন আরেকটি গান প্রকাশ করবেন ফাহমিদা। ‘একটু আগে মন হারালো’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন কেতন শেখ। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।