ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের ভ্রমণপ্রিয় নারীদের অন্যতম প্ল্যাটফর্ম “ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ” সম্প্রতি প্রতিষ্ঠার দ্বিতীয় বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের সিটিস্কেপ টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ভ্রমণ পিপাসুদের মিলনমেলায় পরিণত হয়।

গান, আড্ডা, কৌতুক ও ইনডোরে গেমসে মেতে ওঠে ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশের (এফটিএনবি) সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। কেক কাটার মাধ্যমে সূচনা এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল “আদ্যান্তর” ব্যান্ডের পরিবেশনা। অনুষ্ঠানে এফটিএনবি’র সঙ্গে শুরু থেকে বিভিন্ন সময়ে ভ্রমণকারীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনবি’র চেয়ারম্যান নুসরাত জাহান প্রীতম, আমেরিকান ইয়োগা শিক্ষিকা বেটসি কিমেল, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডেপুটি গভর্নর নাজনীন আরা নাজু, শেয়ার অন এর প্রতিষ্ঠাতা আয়েশা খানম এবং সিটিস্কেপ লাইফস্টাইল এর সিইও রায়হান ফয়েজ ওসমানী।

প্রসঙ্গত, ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ মূলত নারীদের নিয়ে দেশের বাইরে ভ্রমণ করে থাকে। তবে তাদের রয়েছে দেশের ভেতরেও ভ্রমণের প্যাকেজ। প্রতিষ্ঠার পর দ্রুতই নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ পরিচালনার জন্য প্রশংসিত হয়ে উঠেছে এফটিএনবি। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দুবাই, চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ প্যাকেজ আয়োজন করে প্রশংসিত হয়েছে। সম্প্রতি নারীদের পরিবার নিয়ে ভ্রমণের সুবিধাও চালু করেছে এফটিএনবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 15 =