ফিরে দেখা: যাঁদের হারিয়েছি

মাসুম বাবুল: দেড় বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬ মার্চ মারা যান নৃত্যপরিচালক মাসুম বাবুল।

এম খালেকুজ্জামান: ২১ মার্চ নিজ বাসায় মারা যান অভিনেতা এম খালেকুজ্জামান।

ফারুক: ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান নায়ক ফারুক।

মোহন খান: মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৩০ মে মারা যান নির্মাতা, নাট্যকার ও কথাসাহিত্যিক মোহন খান।

পিয়ারী বেগম: বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম নিজ বাসায় মারা যান ৩০ মে।

মিতা চৌধুরী: ক্যানসারে আক্রান্ত হয়ে ২৯ জুন লন্ডনে মারা যান নাট্যশিল্পী মিতা চৌধুরী।

বুলবুল মহলানবীশ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ মারা যান ১৪ জুলাই।

আফজাল চৌধুরী: ৩১ আগস্ট মারা যান ‘জীবন থেকে নেয়া’ সিনেমার চিত্রগ্রাহক আফজাল চৌধুরী।

রাজীব আশরাফ: গীতিকবি রাজীব আশরাফ ৩৮ বছর বয়সে মারা গেছেন ১ সেপ্টেম্বর।

সোহানুর রহমান সোহান: ১৩ সেপ্টেম্বর নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান।

সালাহউদ্দিন জাকী: নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯ সেপ্টেম্বর মারা যান।

জিনাত বরকতউল্লাহ: নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ২০ সেপ্টেম্বর নিজ বাসায় মারা যান।

শফি বিক্রমপুরী: ১৮ অক্টোবর ব্যাংককে মারা যান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী।

সুজিত রায়: স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায় মারা যান ২৩ অক্টোবর।

তারেক মাহমুদ: ২৬ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নির্মাতা-অভিনেতা তারেক মাহমুদ।

হোমায়রা হিমু: ২ নভেম্বর মারা যান অভিনেত্রী হোমায়রা হিমু। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নাদিরা বেগম: ৬ নভেম্বর মারা যান ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী নাদিরা বেগম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × one =