ফিরে দেখা ২০২৪: ঘটনা দুর্ঘটনায় সরগরম ছিল মঞ্চাঙ্গন

নানা উত্থান-পতন আর ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে ২০২৪ সাল পার করল দেশের মঞ্চাঙ্গন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগ বছরের অন্যতম আলোচিত ঘটনা।

বছরের শুরু থেকে বিভিন্ন দলের নাটকের প্রদর্শনী হলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে ধীরে ধীরে কমতে থাকে প্রদর্শনী। গত ১৯ জুলাই শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে ম্যাড থেটারের ‘আনা ফ্রাঙ্ক’-এর প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মঞ্চস্থ হয়নি। এরপর রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় একাডেমির মিলনায়তন ও মহড়াকক্ষ। প্রায় তিন মাস বন্ধ থাকার পর ১১ অক্টোবর জাতীয় নাট্যশালার মঞ্চে আবার প্রদর্শনী শুরু হয় নাটকের।

নতুন নাটক

বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের সূত্র অনুযায়ী গত বছর ৭৩টি নতুন নাটকের মঞ্চায়ন হলেও এ বছর মঞ্চে এসেছে ২৪টি নতুন নাটক। এসব নাটকের মধ্যে রয়েছে ‘প্যারাবোলা (বাতিঘর), ‘পারো’ (দেশ নাটক), ‘কম্পানি’ (আরণ্যক), ‘মহাশূন্যে সাইকেল’ (অনুস্বর), ‘বিবিধ শোক অথবা সুখ’ (অনুস্বর), ‘টিনের তলোয়ার’ (প্রাঙ্গণেমোর), ‘উনপুরুষ’ (নবরস নৃত্য ও নাট্যদল), ‘দ্য ম্যান আউটসাইড’ (এক্টোমেনিয়া), ‘প্রায় তিন/চারজন’ (প্রচণ্ড কালেকটিভ), ‘মেয়েটি’ (নাট্যহীত, চট্টগ্রাম), ‘খোঁজ’ (ফেইম), ‘বোধ’ (স্বপ্নঘুড়ি রেপার্টরি) ইত্যাদি।

নতুন মহাপরিচালক

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১২ আগস্ট লিয়াকত আলী লাকী পদত্যাগ করলে ১০ সেপ্টেম্বর একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন নাট্যব্যক্তিত্ব ড. সৈয়দ জামিল আহমেদ।

মাঝপথে বন্ধ ‘নিত্যপুরাণ’

নাট্যদল দেশ নাটকের এহসানুল এজাজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ২ নভেম্বর ‘নিত্যপুরাণ’ প্রদর্শনীর সময় শিল্পকলা একাডেমির সামনে একদল লোক বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নাটকটির প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত দেন। পরে মহাপরিচালক জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। মহাপরিচালকের এমন সিদ্ধান্তের নিন্দা জানান অনেক নাট্যকর্মী। পরে এ ঘটনার প্রতিবাদে শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে সমাবেশ করেন শতাধিক নাট্যকর্মী। সমাবেশে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্য চলাকালে কয়েকজন ডিম ছুড়ে মারেন। এমন ঘটনায় নাট্যকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নাট্যকর্মীরা জানান, শিল্পকলায় নাটক হবে, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে সবাই মিলে পাহারা দেবেন। এমন পরিস্থিতির মাঝে ২৭ নভেম্বর আবারও ‘নিত্যপুরাণ’ নাটকটি একই মঞ্চে মঞ্চস্থ হয়।

ফেডারেশনে ভাঙন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সর্বশেষ সভা হয়েছিল ২০১৮ সালে। এরপর ছয় বছর সভাপতির দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। ২৫ অক্টোবর ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সভায় অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে ১৯ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে ‘কাজের পদ্ধতিগত সংঘাতের’ কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে চিঠি দেন আহ্বায়ক কমিটির প্রধান মামুনুর রশীদ।

নতুন সংগঠন

আজাদ আবুল কালামকে সভাপতি এবং সাইফ সুমনকে সাধারণ সম্পাদক করে ১৯ অক্টোবর যাত্রা শুরু করে ঢাকার নাট্যকর্মীদের নতুন সংগঠন থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা। ঢাকার মঞ্চনাটকের শিল্পীদের অধিকার রক্ষা ও সামগ্রিক কল্যাণে কাজ করতে চায় সংগঠনটি।

অভিনয় না করার অনুরোধ

গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ২৯ নভেম্বর শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদকে ‘কিছুদিন অভিনয় না করার’ পরামর্শ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিষয়টি প্রকাশ্যে এলে নাট্যকর্মীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

মিলনায়তনের নাম পরিবর্তন

২০ ডিসেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান, একাডেমির ৭টি মিলনায়তনের নতুন নামকরণ করা হয়েছে। জানা গেছে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নামকরণ হয়েছে আলাওল নাট্যালয়, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নাম সেলিম আল দীন নাট্যালয় এবং স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। এ ছাড়া সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন ও নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মরমি সাধক শাহ আবদুল করিমের নামে। চারুকলা ভবনের মিলনায়তন ও নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 12 =