ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘গাঙ্গুবাই’ সেরা অভিনেত্রীসহ ১০ পুরস্কার পেল

এবারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবির খেতাব জিতেছে সঞ্জয় লীলা বনসালির ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। এই ছবিটা গত বছরের অন্যতম হিট ছবি ছিল। সেরা পরিচালকের খেতাবও এই ছবির জন্য সঞ্জয় লীলা বনসালির কাছেই যায়। আলিয়া পান সেরা অভিনেত্রীর খেতাব। বাধাই দো ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রাজকুমার রাও। এই ছবির জন্যই সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান শিবা চাড্ডা।

যুগ যুগ জিও ছবিটির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার জেতেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভূমি পেডনেকর এবং টাবু। টাবু এই পুরস্কার ভুল ভুলাইয়া ২ ছবির জন্য পান। অন্যদিকে ভূমির কাছে এই পুরস্কার আসে বাধাই দো ছবির জন্য। এই ছবিটিই সমালোচকদের বিচারে সেরা ছবির খেতাব জেতে। সঞ্জয় মিশ্র সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পান বধ ছবির জন্য।

৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াডির জয়জয়কার দেখা গেল। এবারে সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, পুষ্কর গায়ত্রীর বিক্রম বেদা এবং বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। কিন্তু যে ছবি যতই নমিনেশন পাক অনুষ্ঠানের রাতে বাজিমাত করল কিন্তু গাঙ্গুবাই কাঠিয়াওয়াডিই!

এবারের এক অনুষ্ঠানের সঞ্চালনা করলেন সালমান খান। তার সঙ্গে সহসঞ্চালক হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা এবং মনীশ পাল।  এক ঝলকে দেখে নিন কে আর কোন বিভাগে পুরস্কার পেলেন:

সেরা ছবি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। সেরা পরিচালক: সঞ্জয় লীলা বনসালি- গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। সেরা অভিনেত্রী: আলিয়া ভাট – গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। সেরা অভিনেতা: রাজকুমার রাও – বাধাই দো।

সেরা সহ অভিনেতা: অনিল কাপুর- যুগ যুগ জিও। সেরা সহ অভিনেত্রী: শিবা চাড্ডা – বাধাই দো। সেরা ছবি ক্রিটিক্স: বাধাই দো। সেরা অভিনেত্রী ক্রিটিক্স: ভূমি পেডনেকর (বাধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২) ।

সেরা অভিনেতা ক্রিটিক্স: সঞ্জয় মিশ্র – বধ। সেরা ডায়লগ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি – প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিনী বশিষ্ঠ। সেরা চিত্রনাট্য: বাধাই দো – অক্ষত ঘিলদিয়াল, হর্ষবর্ধন কুলকার্নি এবং সুমন অধিকারী।

সেরা গল্প: বাধাই দো সেরা ডেবিউ (পুরুষ): অঙ্কুশ গেদাম – ঝুণ্ড সেরা ডেবিউ (মহিলা): আন্দ্রিয়া কেভিচুসা-অনীক সেরা ডেবিউ (পরিচালক): জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল – বধ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: প্রেম চোপড়া

সেরা মিউজিক অ্যালবাম: ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা – প্রীতম। সেরা লিরিক্স: কেসারিয়া- ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা- অমিতাভ ভট্টাচার্য। সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): কেসারিয়া- ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা- অরিজিৎ সিং। সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা): রঙ্গিসারি – যুগ যুগ জিও – কবিতা শেঠ।

সেরা ভিএফএক্স- ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। সেরা অ্যাকশন: বিক্রম বেদা। সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি – সুদীপ চট্টোপাধ্যায়। সেরা কোরিওগ্রাফি- গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি- ঢোলিরা- ক্রুতি মহেশ। সেরা এডিটিং: অ্যান অ্যাকশন হিরো – নিনাদ খান্ডলকর।

সেরা প্রোডাকশন ডিজাইন: গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি- অমিত রায়। সেরা সাউন্ড ডিজাইন: ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা- বিশ্বদীপ দীপক চট্টোপাধ্যায়। সেরা কস্টিউম ডিজাইন: গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি – শীতল ইকবাল শর্মা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =