ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার আবারও মনোনয়ন

ফিল্মফেয়ার বাংলা ২০২১ আসরে দুটি মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তবে এবার একটি সিনেমার জন্যই দুই ক্যাটাগরিতে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘বিনিসূতোয়’। অতনু ঘোষ পরিচালিত এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া। এতে জয়ার বিপরীতে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী। তিনিও সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে নমিনেশন পেয়েছেন।

জয়া আহসান ছাড়া আর কোনো অভিনেত্রী দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পাননি। সে হিসেবে বাংলাদেশের এই তারকা রয়েছেন এগিয়ে। দুটি ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী থাকছেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, অর্পিতা চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, দামিনী বেণি বসু ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কারে নিয়মিত হয়ে গেছেন বাংলাদেশের জয়া আহসান। এর আগে দুবার পুরস্কারটি জিতেছেন তিনি। গত বছর দুটি সিনেমার জন্য দুটি মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী। এবং সবাইকে টপকে তিনিই ছিনিয়ে নেন ব্ল্যাক লেডি। ২০১৮ সালে জয়া আহসান প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য তার হাতে উঠেছিল পুরস্কারটি।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 1 =