‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য হবেন পরীমনি

কলকাতার সিনেমায় অভিষেক হতে চলেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমা নিয়ে দুই বাংলায় শুরু হয় আলোচনা। পরী নিজেই ‘ফেলুবক্সী’ নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছেন সামাজিক মাধ্যমে। প্রতিনিয়তই সিনেমার শুটিং নিয়ে আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কলকাতা টু ঢাকা করে সময় কাটছে নায়িকার।

এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার শুটিংয়ের ভিডিও দিয়েছেন নায়িকা। ‘ফেলুবক্সী’র দ্বিতীয় দিনের ভিডিও দিয়ে এখন থেকেই নিজের সিনেমার প্রচার চালাচ্ছেন পরী। ভিডিওটি দেখে পরীমনিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরী বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পারছি সেটা দর্শকেরাই বলতে পারবেন।’

এবার প্রকাশ্যে এলো পরীর এই ছবির নতুন লুক। ছবির পরিচালক দেবরাজ সিনহা বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করব দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’

‘ফেলুবক্সী’তে পরীমনি ছাড়াও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম চক্রবর্তী ও নায়িকা মধুমিতা সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − seven =