প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর উল্লেখযোগ্য কলাম নিয়ে প্রকাশ করলেন বই। গতকাল অমর একুশে বইমেলায় শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে ‘ঘটনা সত্য, সত্য নয়’ নামের বইটি।
মামুনুর রশীদ বলেন, ‘আজকের পত্রিকায় একেবারে শুরু থেকেই লিখছি। পত্রিকাটি জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে কলামটিও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কলাম একধরনের সময়ের বার্তা। প্রতি সপ্তাহেই কিছু না কিছু ক্ষেত্রে নতুন সমস্যার সৃষ্টি হয়। সেইগুলো নিয়ে যেমন সংবাদ প্রকাশিত হয়, তেমনি সম্পাদকীয় ও উপসম্পাদকীয়তে তার ছায়াও পড়ে। যেসব পাঠক বৃহস্পতিবারের এই কলামের অপেক্ষায় থাকেন, তাঁদের কাছে বইটির একটা মূল্য হতেও পারে।’
নতুন এই বই প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘আমি নাটকের লোক এবং আমার নাটকের বিষয়বস্তু সামাজিক দ্বন্দ্ব এবং বিকাশমান নতুন জগৎ। আমার কাছে নিত্যদিনের ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ। আবার আমার অনেক নাটকের বিস্তার প্রায় আড়াই শত বছর বা পঞ্চাশ বছর অথবা একটি দিন। সেই প্রয়োজনেও সমাজের প্রতিদিনের ঘটনাপ্রবাহ, বদলে যাওয়া মানুষ বা একেবারে যে অচলায়তনটিতে ঘুণ ধরে গেছে অথচ বদলাচ্ছে না, তা-ও প্রয়োজন। সেই বিবেচনা থেকে সংকলনটির প্রকাশনার উদ্যোগ।’