বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা। শুক্রবার (২১ অক্টোবর) সকালে বাচসাস’র সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২০২২-২৪ মেয়াদের বাচসাস’র সিনিয়র সহসভাপতি অনজন রহমান, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানী বিশ্বাস ও নির্বাহী সদস্য রাফি হোসেন, লিটন রহমান, রুহুল সাখাওয়াত, রুহুল আমিন ভূঁইয়া ও আমিনুর রহমান লিটন।

এর আগে বাচসাস’র প্রথম সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন আলিমুজ্জামান। সদস্য হিসেবে আছেন এরফানুল হক নাহিদ, আবুল হোসেন মজুমদার, আমিনুল ইসলাম রাজু ও হাফিজুর রহমান সুরুজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =