বন্যার্তদের জন্য এক মঞ্চে ৮ জন সংগীত তারকা

দেশের জনপ্রিয় ৮ জন সংগীত তারকার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পপ-হিপহপ কনসার্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’।

আগামী ১ জুলাই বসুন্ধরায় আইসিসিবির ৪নং হলে অনুষ্ঠিত হবে কনসার্টটি। বেলা ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এই মঞ্চে গান পরিবেশন করবেন—মিলা, হৃদয় খান, জালালি সেট, জেফার, ইমরান মাহমুদুল, তাশফি, মিথুন চক্র এবং ব্ল্যাক জ্যাং। এ কনসার্ট থেকে আয়কৃত অর্থ সিলেটের বন্যা কবলিতদের সাহায্যে ব্যয় করা হবে।

এই কনসার্টের মুখপাত্র মাহফুজা হোসাইন মৌ জানান, একই মঞ্চে আরো পারফর্ম করবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজা, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ডিজে সনিকা। ইভেন্টের অন্যতম মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এই আইকনিক পপস্টারকে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর মঞ্চে ‘জেনেসিস পপ আইকন’ অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে।

‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর টাইটেল স্পন্সর দারাজ বিডি। আয়োজক ফুল সার্কেল ক্রিয়েটিভ লিমিটেড। অনলাইনে অথবা ইভেন্টে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করা যাবে।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =