ববি-রোশান  অভিনীত নতুন সিনেমা ‘পাপ’

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘পাপ’। এতে অভিনয় করবেন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। আগামী বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানান এর নির্মাতা।

সৈকত নাসির বলেন, লম্বা সময় জাজের সিনেমা নির্মাণ করা হয় না। এবার বিরতি ভেঙে ‘পাপ’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। আজিজ ভাই চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি, রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে।

তিনি আরও বলেন, ‘তিন মাস আগে এ সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। জাজের সঙ্গে আরও নতুন দুটি সিনেমার জন্য চুক্তি হয়েছে। এই দুটি সিনেমার কাজও চলতি বছর শুরু করবো।’

রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান ও জাকিয়াসহ অনেক অভিনয়শিল্পী। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 1 =