সালেক সুফী
নিশ্বাস থামিয়ে দেয়া উত্তেজনাকর শেষ দিনের খেলায় ভারতকে ১৮৪ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া ২-১ ম্যাচে এগিয়ে গেলো। এই জয়ে শুধু বর্ডার -গাভাস্কার টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনাই নয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো। কাল চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ২২৮/৯ করে ৩৩৩ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। শেষ দিন সকালে ২৩৪ রান করে ইনিংস শেষ হলে ভারতের টার্গেট দাঁড়ায় ৩৪০। শেষ দিনের উইকেট, আগ্রাসী অস্ট্রেলিয়ান বোলিং। ৭৪০০০ ক্রিকেট পূজারীদের হর্ষধনির মাঝে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম সেশনে ২৪.১ ওভার বল করে অস্ট্রেলিয়া রোহিত, রাহুল এবং বিশেষ করে কোহলির উইকেট তুলে নিয়ে ভারতকে কোনঠাসা করে ফেলে। দ্বিতীয় সেশনে তরুণ যশোভি জয়সোয়াল এবং ঋষভ প্যান্ট প্রতিরোধ করে ভারতকে স্বস্তির সাথে নিয়ে যায়। চা বিরতির সময় সাত উইকেট হাতে রেখে ভারতের সামনে ম্যাচ ড্র করার সুযোগ ছিল। কামিন্সকে সাধুবাদ দিতেই হয়। ট্রাভিস হেডকে আক্রমণে আনার সঙ্গে সঙ্গে প্যান্ট নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আক্রমণাত্মক স্ট্রোক খেলে আত্মাহুতি দেয়। জয়ের নেশায় উন্মত্ত অস্ট্রেলিয়া আক্রমণাত্মক বোলিং এবং আগ্রাসী ফিল্ডিং করে ৪৩ রানে শেষ ৭ উইকেট তুলে নিয়ে ১৫৫ রানে গুটিয়ে দেয় ভারত ইনিংস। ১৮৪ রানের বিশাল ব্যাবধানে টেস্ট জয় করে ২-১ ম্যাচে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্ট জিতলেই বর্ডার -গাভাস্কার সিরিজ জিতে নিবে।
এমসিজিতে এবারের বক্সিং ডে টেস্ট ৫ দিনে ৪.৫ লক্ষ দর্শক তুমুল উত্তেজনামূলক খেলা দেখেছে। টেস্ট ম্যাচটি তরুণ স্যাম কনস্টাস, নীতিশ রেড্ডি, স্টিভ স্মিথ,জাসপ্রিত বুমরার বিশ্ব মানের পারফরম্যান্সের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই ম্যাচ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পথ অনেকটাই সুনিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। একই সঙ্গে ভারতের সম্ভাবনা বলা যায় শেষ হয়ে গেলো। কাল দক্ষিণ আফ্রিকা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে।
সিরিজ জুড়ে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা দারুণভাবে ফর্ম হারা। বিরাট নিজেও তার ছায়া মনে হচ্ছে। ভারতের বোলিং বার বার দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলো টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যার্থতার কারণে বার্থ হচ্ছে। সিডনি টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ভারতকে অবশ্যই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে. জাসপ্রিত বুমরার মত বিশ্বসেরা ব্যাটসম্যান প্রতি ইনিংসে পারফর্ম করছে। সিরাজ, আকাশ দ্বীপ যথেষ্ট ভালো বোলিং করছে। সিনিয়র বাটসমেনদের ব্যার্থতা দলকে বিপদে ফেলছে। এমসিজিতে শুভমান গিলকে বিশ্রাম দেয়া সঠিক হয় নি।